সিন্দুকছড়িতে অস্ত্রসহ চার ইউপিডিএফ সদস্য আটক

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১

সিন্দুকছড়িতে অস্ত্রসহ চার ইউপিডিএফ সদস্য আটক

ডায়ালসিলেট ডেস্ক :: খাগড়াছড়ির সিন্দুকছড়িতে অস্ত্রসহ চার ইউপিডিএফ চাঁদা কালেক্টরকে (প্রসীত) সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার ১টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ছনখোলা পাড়া, সিন্দুকছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, মানিকছড়িরর দুর্জয় চাকমা (৩২), অংথই মারমা (২২), কংচাই মারমা (১৯) এবং চাইলা মারমা (১৯)।

ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসীরা অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের কাছ থেকে চাঁদা উত্তোলন করছে, এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এর জবাবে সেনাবাহিনী টহল দল সন্ত্রাসীদের পাল্টা জবাব দেয় এবং কৌশলে চারজন ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীকে দুইটি আগ্নেয়াস্ত্র, ৬টি মোবাইল ফোন, নগদ টাকা এবং চাঁদা আদায়ের বিপুল সংখ্যক রশিদসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের ব্যাপারে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ