ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

ডায়ালসিলেট ডেস্ক;:নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় সেতু মেরামতের কাজ চলছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সাইনবোর্ড থেকে মদনপুর পর্যন্ত ৩০ কিলোমিটারেরও বেশি রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে দুই পাশেও যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এতে জরুরি প্রয়োজনের গাড়িগুলো ভোগান্তিতে পড়েছে। যানজটে আটকা পড়ে ট্রাকেই পচে যাচ্ছে সবজি। আটকা পড়েছে গরুবোঝাই ট্রাকও। ওদিকে সেতুর মেরামত কাজ শেষে  আগামীকাল দুপুর নাগাদ ওই সড়কে যান চলাচল শুরু হতে পারে বলে জানা গেছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘গতকাল সকাল ৮টায় লাঙ্গলবন্দ সেতু মেরামতের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেনে গাড়ি

রাত ১০টার দিকে ওই লেনও বন্ধ। বুধবার দুপুরের পর চালু হতে পারে। মাইকিং করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ডায়ালসিলেট এম/৭

0Shares