ইউরো সেরা শিকের সেই ‘দূরপাল্লার’ গোল

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১

ইউরো সেরা শিকের সেই ‘দূরপাল্লার’ গোল

স্পোর্টস ডেস্ক::কিছুটা অনুমিতই ছিল। স্কটল্যান্ডের বিপক্ষে প্যাট্রিক শিকের দূরপাল্লার গোলটিই হতে চলেছে ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা। পরিশেষে হলোও তাই। আট লাখ ফুটবলপ্রেমীর ভোটে সেরা নির্বাচিত হয়েছে গ্রুপপর্বে করা শিকের সেই গোলটি। সোশ্যাল মিডিয়ায় শিকের গোলটির ভিডিও পোস্ট করে উয়েফার তরফে লেখা হয়, ‘প্রায় আট লক্ষ ভোটের পর স্কটল্যান্ডের বিপক্ষে প্যাট্রিক শিকের গোলটি টুর্নামেন্টের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে।’ ম্যাচের ৫২ মিনিটের মাথায় স্কটল্যান্ডের জ্যাক হেনড্রিকে এক চেক ফুটবলার ব্লক করলে, বল পান প্যাট্রিক শিক। সেই বলটি ধরেই প্রায় হাফলাইন থেকে বাঁপায়ের লম্বা শটে স্কটল্যান্ডের জালে জড়িয়ে দেন শিক। শিক আগেই লক্ষ্য করেন যে, স্কটল্যান্ডের গোলকিপার ডেভিড মার্শাল গোলপোস্ট ছেড়ে অনেকটা এগিয়ে এসেছেন। ফাঁকা পেয়ে দারুণ দক্ষতার সঙ্গে শটটি নেন শিক। ইউরোর ইতিহাসসে এটিই সবচেয়ে বেশি দূরত্ব থেকে করা গোল। এর আগে ২০০৪ সালে ইউরোতেই ৩৮.৬ মিটার দূর থেকে একটি গোল করেছিলেন জার্মানির মিডফিল্ডার টরস্টেন ফ্রিঙ্গস। সেই গোলটিই ছিল এতদিন রেকর্ড। ১৭ বছর পর সেই রেকর্ড ভাঙেন প্যাট্রিক শিক। ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছিলেন প্যাট্রিক শিক। গোটা আসরে ৫টি গোল করে গোল্ডেন বুটের দৌঁড়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। তবে ১টি এসিস্টের সুবাদে গোল্ডেন বুট জেতেন পর্তুগিজ সুপারস্টার।

ডায়ালসিলেট এম/১২

0Shares