দিনাজপুরে ৫ শতাধিক পরিবারের ঈদুল আজহা পালন

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১

দিনাজপুরে ৫ শতাধিক পরিবারের ঈদুল আজহা পালন

ডায়ালসিলেট ডেস্ক::সৌদি আরবের সাথে মিল রেখে আজ মঙ্গলবার দিনাজপুর সদরসহ কয়েকটি স্থানে পৃথকভাবে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কমপক্ষে ৫ শতাধিক পরিবার। পরে তারা পশু কোরবানি দিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিটে শহরের বাসুনিয়াপট্টিতে (পার্টি সেন্টার) একটি কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামাত আদায় করেছেন প্রায় তিন শতাধিক পরিবার। এতে ইমামতি করেন বিরল উপজেলার একটি মাদ্রাসার ( ফ্যামিলি গার্ডেন মাদ্রাসার) শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক।

এছাড়াও পৃথক ভাবে চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ড্যাম, বিরল উপজেলার বালান্দরপুর, কামদেবপুর কাজীপাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ এবং গড়েয়াসহ আরো কয়েকটি স্থানে সিমিত সংখ্যক অনুসারি পবিত্র ঈদের নামাজ আদায়সহ পশু কোরবানি দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের কয়েকটি স্থানে ২০০৭ সাল থেকে দুই ঈদের নামাজ আদায়সহ আনন্দ ভাগাভাগি করে আসছেন কিছু সংখ্যক অনুসারি।

ডায়ালসিলেট এম/৫

0Shares