“সিলেটী মাইয়া” গানের সুরে সিলেটের আইডল ইমন

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

“সিলেটী মাইয়া” গানের সুরে সিলেটের আইডল ইমন

ডায়ালসিলেট ডেস্ক ::  আইডল মানেই প্রতিভা। আর নিত্যনতুন চমক। তাইতো সিলেটের জনপ্রিয় একটি গান তৈরি করে চমক দেখালেন ইমন দাস ওরফে আইডল ইমন। আরেক শিল্পী হলেন বন্যা তালুকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে “সিলেটী মাইয়া” নামক একটি ভিডিও গান তৈরি করে রীতিমত সাড়া জাগিয়েছেন ইমন।

মাত্র ১ সপ্তাহের ব্যবধানে ইউটিউভ ও ফেসবুকে প্রায় কয়েক লাখ মানুষ গানটি দেখেছেন। এ গানটিতে প্রডিউস করেছেন জাবের খান। বর্তমানে এ গানটি সিলেট সহ দেশ-বিদেশের বাঙালীদের মুখে মুখে। যে গানটি মূল শিল্পী হিসেবে গেয়েছেন গুণী শিল্পী শুভ্র দেব এবং শাকিলা জাফর।

ইমন দাস ওরফে আইডল ইমন গান শিখেছেন মাত্র ৫ বছর বয়স থেকেই। ওস্তাদ হিমাংশু বিশ্বাসের কাছ থেকে ক্লাসিক্যাল শিখেন তিনি। এমনকি তার বড় বোনও গান শিখতে সাহায্য করেছেন তাকে । আইডল ইমনের শৈশব কেটেছে সিলেট নগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড় এলাকায়। বাবা জ্যোতি লাল দাস হারিয়েছেন অনেক আগেই। আর মায়ের নাম শিবানী দাস। ইমন বাবাকে হারিয়েও তার মনোবল ভেঙ্গে যায় নি।

২০১০ সালে স্বনামধন্য টেলিভিশন চ্যানেল আই এর সেরা কণ্ঠে অংশগ্রহণ করে ১৫ জনের মধ্যে ছিলেন ইমন। ২০১৩ সালে এসএ টিভির বাংলাদেশী আইডলের সেরা ২৪ জনের মধ্যেও ছিলেন তিনি। এছাড়াও বাংলাদেশের খ্যাতিমান নায়ক সিলেটের কৃতি সন্তান চিত্রনায়ক মরহুম শালমান শাহকে নিয়েও গান কাভার করেন তিনি।

এছাড়াও অনেক মৌলিক গান ও কাভার গানের  মিউজিক ভিডিও করেছেন তিনি। ছোট বেলা থেকে অনেক মেধাবী ছিলেন ইমন। নজরুল, আধুনিক, ফোক, বাউল গান সহ বিভিন্ন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার সহ নানা পুরস্কার অর্জন করেন তিনি। নজরুল সঙ্গীতে বিজয়ী  হয়ে রূপ্য ও স্বর্ণ এবং সনদও অর্জন করেন।

দেশ ও দেশের বাহিরের বিভিন্ন জায়গায় স্টেইজ শোও করেছেন। ঢাকার অনেক স্বনামধন্য চ্যানেলে গান করেছেন ইমন।  রায়নগর সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে সিলেটের মিরাবাজারের মডেল হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। পরে স্বনামধন্য বিদ্যাপীঠ মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে বিবিএ শেষ বর্ষের রয়েছেন।

এছাড়াও তিনি সব ধরনের গান পরিবেশন করে থাকেন তিনি। সামনে আরো কিছু গান তিনি দেশের মানুষকে উপহার দিবেন বলে জানিয়েছেন এবং সকলের দোয়া-আশির্বাদ কামনা করেছেন। বিজ্ঞপ্তি

0Shares