ডায়ালসিলেট :: সিলেটের মোগলাবাজার এলাকার ধান ক্ষেতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ধৃত মাদক ব্যবসায়ী মোগলাবাজার থানার হরঘড়ি গ্রামের মো. লয়লা মিয়ার ছেলে মোঃ আব্দুর শুকুর (২৫)।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া ও ডিবি) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
তিনি জানান, গতকাল বুধবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এসএমপির মোগলাবাজার থানাধীন উত্তর সতীঘর সাকিনস্থ জনৈক ফয়েজ আহমদের ফয়েজ স্টোর নামীয় দোকানের পিছনে ধান ক্ষেতের আইলের উপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
ডায়ালসিলেট এম/