মৌলভীবাজার পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ১৫৪ কোটি ৫৭ লাখ বাজেট ঘোষণা

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১

মৌলভীবাজার পৌরসভার ২০২১-২২ অর্থবছরের ১৫৪ কোটি ৫৭ লাখ বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি ::  মৌলভীবাজার পৌরসভার ২০২১ – ২২ অর্থবছরের ১৫৪ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৭৭ টাকা ৬৩ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভা বোর্ডরুমে স্বাস্থ্যবিধি মেনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।

বাজেট বক্তব্যে মেয়র জানান, ১০ কোটি ৮৫ লাখ টাকা ঋণ থাকা অবস্থায় তিনি মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব গ্রহন করেছিলেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি তা পরিশোধ করছেন।

এসময় তিনি মৌলভীবাজার পৌরসভার চলমান নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং পৌরসভাকে সৌন্দর্য করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

উপস্থিত ছিলেন,পৌর কর্মকর্তারা ও জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাাজেট ঘোষণা বিলম্বের কারণ হিসেবে মেয়র বলেন, করোনার প্রার্দুভাবে বাজেট ঘোষণা করতে বিলম্ব হয়েছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ