আফগানিস্তানের সামরিক বিমান ও হেলিকপ্টার উজবেকিস্তানে

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

আফগানিস্তানের সামরিক বিমান ও হেলিকপ্টার উজবেকিস্তানে

ডায়ালসিলেট ডেস্ক :: আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করে আফগানের ২২টি সামরিক বিমান ও ২৪টি হেলিকপ্টার প্রতিবেশী রাষ্ট্র উজবেকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছে।

এসব বিমান ও হেলিকপ্টারে করে আফগান সামরিক বাহিনীর ৫৪৮ সদস্য দেশটিতে আশ্রয় নিয়েছেন বলে সোমবার উজবেকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন। খবর আনাদোলুর।

তালেবান কাবুল দখলের পর আফগান সেনারা পালিয়ে প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেন। গত শনি ও রোববার কোনো পূর্ব অনুমতি ছাড়াই আফগান সামরিক বাহিনীর বিমান ও হেলিকপ্টারগুলো উজবেকিস্তানের বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে।

উজবেকিস্তানের প্রধান বিচারপতির কার্যালয় জানিয়েছে, ৩১৪ আফগান সেনাসদস্য নিয়ে আরও তিনটি সামরিক বিমান দেশটির খানাবাদ বিমানবন্দরে অবতরণ করতে চাইলে সেগুলোকে তারাজ বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর মধ্যে একটি আফগান সামরিক বিমান উজবেক মিগ-২৯ যুদ্ধবিমানের তাড়া খেয়ে বিধ্বস্ত হয়েছে। তবে বিধ্বস্ত বিমানের দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেছেন।

উজবেকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, এখন থেকে আর কোনো আফগান সামরিক বিমান আর তাদের দেশে অবতরণ করতে দেবেন না।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ