মোগলাবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

মোগলাবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ডায়ালসিলেট ::দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের শাহ মজমিল আলী হত্যা মামলার আসামি সুরমানকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ। সোমবার রাতে জালালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরমান রায়খাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। দীর্ঘদিন থেকে সুরমান পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দিনদুপুরে হামলা চালানো হয় শাহ মজমিল আলীর উপর। গুরুতর আহত অবস্থায় মজমিলকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে ১৪ ফেব্রুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় মজমিল আলীর বড় ছেলে শাহ ময়নুল ইসলাম বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ১৬৪১। মামলায় মোট ৭ জনকে অভিযুক্ত করা হয়।

আসামিরা হলেন মোক্তার আলী, ফারুক, আত্তর আলী, খলিল, জামাল, আনছার ও সুরমান। মামলা দায়েরের পর বাদী ময়নুল ইসলাম ও মারা যান। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। মামলার প্রধান আসামি মোক্তার ও আনছার এখনো পলাতক।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ