প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত (সি আর দত্ত) এর ১ম মৃত্যুবার্ষির্কীতে সিলেটে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
এছাড়াও প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্থ, অমলেন্দু দে, এডভোকেট পংকজ কুমার দাস, চন্দন দাশ, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, বাবুল দেব, রাজিব শর্মা, শৈলেন কর, বিশ্বজিৎ চক্রবর্তী অর্পন, অখিল বিশ্বাস, ধনেশ দেব, বিমল কান্তি দেব, উত্তম ঘোষ, উজ্জল রঞ্জন চন্দ, অমল পুরকায়স্থ, নিখিল দেব, মনোজ দত্ত মুন্না, রকি দেব, বুলেট কর, অরজিৎ রায়, মনরাজ পাল বাপ্পা প্রমুখ।
অনুষ্ঠানে সি আর দত্তের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
Editor & Publisher: Sohel Ahmed
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech