প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ১৫ আগস্ট যমজ ছেলে সন্তানের জন্ম দেন সৈয়দ রিনা বেগম। একসঙ্গে দুই ছেলের জন্মে পরিবারের সবাই খুব খুশি। কিন্তু সেই খুশিতে ভাটা পড়ে রিনা বেগমের করোনা শনাক্তের পর।
গত ২৪ আগস্ট করোনার নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (২৫ আগস্ট) রাতে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।এদিকে বাড়িতে দুধের জন্য কাঁদছে রিনা বেগমের ১২ দিন বয়সী যমজ সন্তান। একদিকে স্ত্রী অসুস্থ, অন্যদিকে দুই ছেলের কান্নায় মানসিকভাবে ভেঙে পড়েছেন জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের নির্মাণশ্রমিক সুফি মিয়া।তিনি বলেন, ‘আমি গরিব মানুষ। দিন আনি দিন খাই। যমজ সন্তান হওয়ায় আমাদের আনন্দের শেষ ছিল না। কিন্তু আমার স্ত্রী এখন করোনা আক্রান্ত। দুই ছেলে ও স্ত্রীকে কীভাবে বাঁচাবো কিছুই বুঝে উঠতে পারছি না।’সুফি মিয়া আরও বলেন, ‘রিনার শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে লাইফ সাপোর্টে নিতে হতে পারে। এজন্য অনেক টাকা দরকার। এদিকে মায়ের দুধের জন্য দুই ছেলে কেঁদেই যাচ্ছে।’রিনা বেগমের বোন শাবানা বেগম বলেন, ‘আমরা দুই যমজ সন্তান নিয়ে বিপদে আছি। মায়ের দুধের জন্য কেঁদেই যাচ্ছে তারা। তাদেরকে কীভাবে সামলাবো বুঝতে পারছি না।’জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আবাসিক চিকিৎসা কর্মকর্তা সায়েকুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত রিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়।
ডায়ালসিলেট এম/
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech