প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার মাওনা এলাকার ডেকো গার্মেন্ট লিমিটেড কারখানায় প্রায় তিন বছর ধরে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ঝুটের ব্যবসা করছেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. হাবিবুর রহমান সরকার লাবি। তার ওয়ার্ক অর্ডারের মেয়াদ শেষ হবে ৩০ আগস্ট। এরই মধ্যে ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজি সুলতান উদ্দিন সরকার। তাদের মধ্যে বিরোধ দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ আগামী ৩রা সেপ্টেম্বর এর সুরাহা দেবে বলে দুপক্ষকে আশ্বস্ত করেছিল। কিন্তু গতকাল রাতে হাবিবুর রহমান সরকার কারখানার কর্মকর্তাদের সহযোগিতায় ট্রাকভর্তি ঝুট বের করার সময় হাজি সুলতান উদ্দিন সরকারপক্ষ বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজি সুলতানের লোকজন ঝুটভর্তি ট্রাক নিতে নিষেধ করে। একপর্যায়ে তারা ট্রাকে ভাঙচুর করে।
ডায়ালসিলেট এম/
Editor & Publisher: Sohel Ahmed
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech