আফগানিস্তানে ১৩ মার্কিন সেনাসহ নিহত শতাধিক

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২১

আফগানিস্তানে ১৩ মার্কিন সেনাসহ নিহত শতাধিক

ডায়ালসিলেট ডেস্ক :: আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে। নিহতদের মধ্যে দেশটির সাধারণ নাগরিক এবং মার্কিন সেনা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪০ জন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরের বাইরে এ হামলার ঘটনা ঘটে। বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

খবর বলা হয়, দেশ ত্যাগের উদ্দেশ্যে বৃহস্পতিবার আফগানিস্তানের বিমানবন্দরে জড়ো হয় হাজারো মানুষ। এ সময় দু’টি বিস্ফোরণ হয় বিমানবন্দরে। যেখানে গত কয়েক দিন ধরে বিপুল সংখ্যক আফগান শরণার্থীর আনাগোনা ছিলো।

বিস্ফোরণের বিষয়ে পেন্টাগনের একজন মুখপাত্র জানান, বোমা হামলায় অনেক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন মার্কিন ও বেসামরিক মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ম্যাককেঞ্জি বলেছেন, নিহতদের মধ্যে ১১ জন মেরিন ও একজন নৌবাহিনীর চিকিৎসক ছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারির পর আফগানিস্তানে এটিই প্রথম মার্কিন সামরিক হতাহতের ঘটনা।

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, আফগানিস্তানের পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে আইএস।

প্রসঙ্গত, এর আগে তালেবান ক্ষমতার আসার পর আফগানিস্তান থেকে এক লাখ মানুষকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares