প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক::ভারত ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে রেকর্ড গড়ল শুক্রবার। এদিন রাত ১০ টা পর্যন্ত একদিনে এক কোটি লোক ভ্যাকসিন নিয়েছেন। আগের রেকর্ডটি হয়েছিল ১৬ আগস্ট। সেদিন মোট ৯২ লক্ষ জন ভ্যাকসিন নিয়েছিলেন। শুক্রবার রাতের এই গৌরব সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা এইভাবেই জয়ী হব। শুক্রবার এক কোটি লোকের ভ্যাকসিন এর সঙ্গে সঙ্গে ভারতের ১৩০ কোটি জনসংখ্যার ৩৭ শতাংশের টিকাকরণ হয়ে গেল। দেশের ১৮ বছরের উর্ধ্বে ৯৪ কোটি পূর্ণ বয়স্কর মধ্যে ১৫ শতাংশ ভ্যাকসিন এর দুটো ডোজ নিয়েছেন। ৫১ শতাংশের একটি ডোজ হয়েছে। ১৮ বছরের কম বয়স্কদের টিকাকরণ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের ধারণা, এই ভাবে চললে আগামী ডিসেম্বরের মধ্যে গোটা ভারতবাসীকে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে। এখন ভ্যাকসিনের জোগান ভালো। ভ্যাকসিন সম্পর্কে জনসচেতনতাও গড়ে উঠেছে। ভারত পূর্ণ ভ্যাকসিনেটেড হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।
ডায়ালসিলেট এম/
Editor & Publisher: Sohel Ahmed
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech