কমলগঞ্জে মদসহ আটক ৩ জন কারাগারে

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

কমলগঞ্জে মদসহ আটক ৩ জন কারাগারে

ডায়ালসিলেট ডেস্ক:; কমলগঞ্জে চোলাই মদ ক্রয় বিক্রয় করার সময় শমশেরনগর চা-বাগানের ভজন টিলা থেকে ২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন এর নেতৃত্বে উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজী ও উপ-পরিদর্শক সোহেল আহমদসহ পুলিশের দল অভিযান চালিয়ে ভজন টিলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-আপন আনাল (৪০), কার্তিক প্রকাশ শিমু (৪৮) ও গনেশ (৪১)। আটককৃতরা শমশেরনগর চা-বাগানের বাসিন্দা।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ লিটার মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ