প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: গত কয়েকদিন থেকে পর্যটকদের পদভারে মুখোর গোলাপগঞ্জের কাশবন। প্রতিদিন শতশত মানুষ দূরদূরান্ত থেকে কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছিলেন। তবে বেশি দিন টিকল না প্রকৃতির এই সৌন্দর্য। অশ্লীলতা বন্ধের নামে এলাকাবাসী আগুন দিয়ে পুড়িয়ে দেন কাশবন।
শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে কাশবনে আগুন ধরিয়ে দেন।
স্থানীয়রা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় হাজারো মানুষের আগমন ঘটে কাশবনে। পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। কাশবনের সৌন্দর্য দেখার নাম করে একদল মানুষ এখানে অশ্লীলতা সৃষ্টি করেছেন। প্রতিনিয়ত কাশবনের আড়ালে খারাপ কাজ চলছে। যে কারণে এলাকায় এর প্রভাব পড়ছে।
এদিকে আজকে কয়েকবার ছোট ছোট মারামারির ঘটনা ঘটেছে এখানে। যে কোন সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। এজন্য সব দিক বিবেচনা করে কাশবনে আগুন দেয়া হয় বলে জানা যায়।
অপরদিকে কাশবনে আগুন দেওয়ায় অনেকে এর সমালোচনাও করছেন। তারা বলছেন, এটা কোন ভাবেই জ্বালিয়ে দেওয়া উচিত হয়নি। মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। আর তারা এর সৌন্দর্য জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ’র দেওয়া ফুলগুলো না জ্বালিয়ে মানুষের প্রবেশ বন্ধ করে দিলেও হতো। প্রকৃতি ধ্বংসকারীদের বিচার হওয়া উচিৎ।
ডায়ালসিলেট/এম/এ/
Editor & Publisher: Sohel Ahmed
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech