প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে করোনা উপসর্গে নিয়ে মারা গেছেন ৮ জন। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা: মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের রেনু (৬০), সুকুমার সরকার (৭০), খুদে নেওয়াজ (৬০), নেত্রকোনা সদরের জয়া (১৬), দুর্গাপুরের হালিমা (৮০), সাইদুল (৬১), জামালপুরের মানিক (৩৮) ও কাজল রেখা (৫৫)।
ডা: মহিউদ্দিন খান মুন আরও জানান, ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৬৬ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২ জন ।
ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১২১ জন। এর মধ্যে ৬ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
ডায়ালসিলেট এম/
Editor & Publisher: Sohel Ahmed
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech