আখালিয়া থেকে গ্রেফতারকৃত পলতক আসামী কারাগারে

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

আখালিয়া থেকে গ্রেফতারকৃত পলতক আসামী কারাগারে

ডায়ালসিলেট ডেস্ক:;সিলেটের আখালিয়া থেকে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতারের পর কারগারে পাঠানো হয়েছে। তার নাম আমিরুল ইসলাম (৪১)। তিনি সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার সেনপাড়ার (লক্ষিপাশা) মো. আনফর আলীর ছেলে।

আজ শনিবার ( ২ অক্টোবর) দুপুরের দিকে আদালতের নির্দেশে তাকে কারগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর আখালিয়া থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের একটি দল।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা মেজল মাহফুজুর রহমান জানিয়েছেন আমিরুল কোতোয়ালী থানায় দায়েরকৃত ৬৫/২০২০ মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানায় ওসি কামরুল হাসান তালুকদার।

 

ডা্যালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ