কুমিল্লায় মণ্ডপে কোরআন অবমাননার মামলা যাচ্ছে সিআইডিতে

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১

কুমিল্লায় মণ্ডপে কোরআন অবমাননার মামলা যাচ্ছে সিআইডিতে

ডায়ালসিলেট ডেস্ক::কুমিল্লা নগরীর নানুয়া দিঘীর পাড়ের একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দায়েরকৃত মামলা তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি তদন্তের জন্য সিআইডিতে দেয়ার নির্দেশ দেয়া হয়। রাত ১০.৩০ দিকে সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলাটি তদন্তের জন্য সিআইডিতে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এখনো আদেশের কপি হাতে আসেনি। হয়তো সোমবার এ সংক্রান্ত আদেশের বার্তা হাতে আসবে।’ এ মামলায় গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে গ্রেফতার ইকবাল হোসেনসহ চারজন শনিবার থেকে ৭ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। অপর আসামিরা হচ্ছেন, ঘটনার দিন সকালে পুলিশকে ৯৯৯ এ ফোন করা রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ। ঘটনার দিন গত ১৩ অক্টোবর কোতয়ালী মডেল থানার এস.আই হারুন অর রশীদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও অবমাননার করার অপরাধে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় এ মামলাটি দায়ের করেন।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ