পুকুর থেকে বাবা-মা ও মেয়ের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১

ডায়েলসিলেট ডেস্ক :: খুলনার কয়রা উপজেলায় একটি পুকুর থেকে বাবা-মা ও মেয়ের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার বাগালী ইউনিয়নের কামালিয়া গ্রামের পুকুর থেকে ওই তিনজনের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— একই এলাকার হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি এবং মেয়ে টুনি।

জানা যায়, স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে ওই তিনজনের লাশ ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখতে পান। এর পর তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধারের কাজ শুরু করে। এখনও উদ্ধারকাজ চলছে।

কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বলেন, বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী হাবিবুল্লাহসহ তার স্ত্রী এবং মেয়ের লাশ পাওয়া গেছে।

তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।

/এম/এ/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ