প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: করোনাভাইরাসের বিরুদ্ধে জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে চলতি মাসের শেষের দিকে সেসব ভ্যাকসিনকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। এই তালিকায় রয়েছে চীনের সিনোভ্যাক, সিনোফার্মা এবং ভারতের কোভ্যাক্সিন। ফলে এসব ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন ভ্রমণকারীরা কোয়ারেন্টাইন ছাড়াই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন।
নতুন এই নিয়ম আগামী ২২ নভেম্বর কার্যকর হবে। ফলে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং ভারতসহ বিভিন্ন দেশের ভ্রমণকারী যারা ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তারা সহজেই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে তাদের যুক্তরাজ্যে পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
এর আগে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পায় ভারত বায়োটেকের তৈরি করোনারোধী ভ্যাকসিন কোভ্যাক্সিন।
কোভ্যাক্সিনকে জরুরি ব্যবহারযোগ্য ভ্যাকসিন হিসেবে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে অগণিত শিক্ষার্থীসহ এই ভ্যাকসিন নেওয়া কোটি কোটি ভারতীয় এবার বিভিন্ন দেশে প্রবেশের অনুমতি পেতে পারেন।
সোমবার যুক্তরাজ্যের পরিবহন দপ্তর জানিয়েছে, ভ্রমণের বিধিনিষেধ আরও সহজ করা হচ্ছে। যারা ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন তারা সেলফ আইসোলেশন ছাড়াই ইংল্যান্ডে প্রবেশ করতে পারবেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে এই প্রাণঘাতী ভাইরাস। সে কারণে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়।
তবে সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমতে শুরু করায় অনেক দেশই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করেছে। ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন ভ্রমণকারীদের জন্য অনেক দেশই কোয়ারেন্টাইনও তুলে নিয়েছে।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২৫ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৪৯ জন। এর মধ্যে মারা গেছে ৫০ লাখ ৭১ হাজার ৫৮ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২২ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৩৮৩ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech