বানিয়াচংয়ে মেধাবিকাশ উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১

বানিয়াচংয়ে মেধাবিকাশ উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

সংবাদদাতা, বানিয়াচং :: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেধাবিকাশ উচ্চবিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ২ কোটি টাকা ব্যয়ে বহুতল ভবনের আধুনিক ভবনের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

 

পরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও মনিরুল ইসলাম, শাহানারা আক্তার মিতা ও তানজিনা আক্তার দীনার সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, ‘শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে সরকার প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে। সরকার চাচ্ছে নতুন প্রজন্ম শিক্ষা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তিসহ বহুমুখী শিক্ষায় গড়ে উঠুক। বিশ্বায়নের যুগে জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে উঠা ছাড়া কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলেই দেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে।’

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ ভূঁইয়া ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা। স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- আমবাগান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী, লেখক ও গবেষক উপাধ্যক্ষ কাজী মুফতি আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ দেব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ।

 

অপরদিকে উক্ত অনুষ্ঠান শেষে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

 

0Shares