প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১
ষ্টাফ রিপোর্টার :: আসন্ন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র দ্বিবার্ষিক (২০২২-২৩) নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় চেম্বারের কনফারেন্স হলে সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার জলিল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
দি সিলেট চেম্বার অব কমার্স (২০২২-২৩) নির্বাচনে মোট ৪টি ক্যাটাগরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ২২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন প্রার্থী। তার মধ্যে অর্ডিনারি গ্রুপ থেকে ২৮ জন প্রার্থী , এসোসিয়েট গ্রুপ থেকে ১২ জন , ট্রেড গ্রুপ থেকে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপ ১ জন প্রার্থী।
সংবাদ সম্মেলনে আব্দুল জব্বার জলিল বলেন, এখন ভোটারদেরকে ভোটার আইডি কার্ড সরবরাহ করা হচ্ছে। নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে ভোটার আইডি কার্ড নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে বিতরণ করা হচ্ছে। নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সকল পর্যায়ের প্রশাসনে চিঠি প্রেরণ করা হয়েছে। এছাড়াও নির্বাচন পর্যবেক্ষণের জন্য, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, সিলেট অনলাইন প্রেসক্লাব, সিলেট জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিছবাউর রহমান আলম ও মো. সিরাজুল ইসলাম শামীম। আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট ড. এম. শহীদুল ইসলাম এবং সদস্য অ্যাডভোকেট দিলীপ কুমার কর ও মো. আতিকুর রহমান শাহিন। মোট ৪টি ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণিতে ১২, এসোসিয়েট শ্রেণি থেকে ৬, ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ এবং টাউন এসোসিয়েশন শ্রেণি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।
উক্ত অর্ডিনারি শ্রেণি থেকে পরিচালক পদে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, এজাজ আহমদ চৌধুরী, মো. মামুন কিবরিয়া সমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, এনামুল কুদ্দুস চৌধুরী (এনাম), মুশফিক জায়গীরদার, ফখর উস সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, মো. আনোয়ার রশিদ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, মো. খুবেব হোসেইন, ফায়েক আহমেদ, দেবাশীষ চক্রবর্তী, মো. মাসনুন আকিব বড় ভূইঞা, মো. হিফজুর রহমান খান, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, মো. আব্দুস সামাদ, শান্ত দেব, মো. রুহুল আলম, জহিরুল কবীর চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, মো. আবুল হােসেন, মো. জসিম উদ্দিন ও সামিয়া বেগম চৌধুরী।
এসোসিয়েট শ্রেণি থেকে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, তাহমিন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), মো. মুজিবুর রহমান মিন্টু, কাজী মো. মোস্তাফিজুর রহমান, জয়দেব চক্রবর্তী, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, জিয়াউল হক, মো. আবুল কালাম, মো. রাজ্জাক হােসেন, সরোয়ার হোসেন (ছেদু), মো. রিমাদ আহমদ রুবেল ও মো. সাহাদত করিম চৌধুরী।
এদিকে ট্রেড গ্রুপ শ্রেণিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মোট ৩ জন প্রার্থী হিসেবে আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।একইসাথে টাউন এসোসিয়েশন গ্রুপ শ্রেণিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেখানে ১জন প্রার্থী আমিনুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
Editor & Publisher: Sohel Ahmed
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech