গাইবান্ধায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১

গাইবান্ধায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

ডায়ালসিলেট ডেস্ক::সাংসারিক মনোমালিন্যের কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অপরাধ প্রমাণিত হওয়ায় গাইবান্ধায় এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাইদুল ইসলাম মিঠু ।

আজ বৃহস্পতিবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় দেন ।

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর গ্রামের মামলার বাদী আব্দুর রাজ্জাক জানান, তার মেয়ে খাদিজা বেগমের সাথে মায়দুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হচ্ছিলো না । এই সূত্র ধরে ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে পাষণ্ড স্বামী তার স্ত্রী খাদিজাকে প্রথমে মারপিট ও পরে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ব্যাপারে নিহতের পিতা আব্দুর রেজ্জাক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করে। দীর্ঘদিন মামলার চলার পর সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় প্রদান করা হয়।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ