প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১লা ডিসেম্বর) বাদ আসর আলীয়া মাদ্রারাসার মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আগত মুসল্লিদের জিকিরের ধ্বনিতে পুরো এলাকা হয় মুখরিত।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, তিনি বলেন দ্বিনী মাহফিল দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।’
এ সময় আগত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখানে দুনিয়াবি কোনো স্বার্থের কারণে আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন, তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।’
আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমোনাই আরও বলেন, ‘যারা মাহফিলে এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল অন্তরে জায়গা দিন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব বের করে আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিন।’ পীর সাহেব চরমোনাই এবারের মাহফিলে যুবকদের ব্যাপক উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘দেশের যে কোনো বড় ধরনের পরিবর্তনে যুব সমাজের ভূমিকা অগ্রগামী। সুতরাং যুব সমাজ যদি চারিত্রিকভাবে ভালো হয়, তবে সমাজের বিদ্যমান অনাচার-অবিচারের মূলোৎপাটন সময়ের ব্যাপার।’
এসময় ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন নায়েবে আমিরুল মুজাহিদীন শায়খুর হাদিস মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) হযরত মাওলানা ওমর ফারুক সন্দীপী, অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল আওয়াল, অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আলহাজ্ব ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম), হযরত মাওলানা আহমদ আলী, হযরত মাওলানা ফয়জুর রহমান, হযরত মাওলানা আব্দুল হক, হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম, হযরত মাওলানা রেজাউল করিম, হযরত মাওলানা রেজাউল করিম আবরার সিলেট।
আলীয়া মাদরাসার মাঠের এ বছরের বার্ষিক মাহফিলে সিলেট বিভাগ থেকে হাজার হাজার মুসুল্লি অংশ নিয়েছেন। মাহফিলে আগতরা বয়ান শোনার পাশাপাশি মাঠে অবস্থান করে জিকির-আজকার, কোরআন তেলাওয়াত ও নফল ইবাদতে মশগুল থাকবেন আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর বুধ, বৃহস্পতি ও শুক্রবার এই তিনদিন। শুক্রবার রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech