শিল্পী দুরন্ত ইসলাম সিলেট আগমন উপলক্ষে অভিনন্দন

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১

শিল্পী  দুরন্ত ইসলাম সিলেট আগমন উপলক্ষে অভিনন্দন

ডায়ালসিলেট ডেস্ক::বিশ্বনাথ উপজেলার ৩ ন্ংঅলংকারী ইউনিয়নের টেংরা বাগমারা গ্রামের ৩৬০ আউলিায়ার অন্যতম সফর সঙ্গী হযরত শাহ বদর উদ্দীন মাজারের বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হবে আগামী ২৬ শে ডিসেম্বর । হযরত শাহ বদর উদ্দীন মাজারে ওরস মোবারকে গান পরিবেশন করবেন বিখ্যাত কন্ঠ শিল্পী ।কিশোর  ভাইরাল শিল্পী  দুরন্ত ইসলাম সিলেটের টেংরা বাগমারা গ্রামের  মাজারে ওরস মোবারকে আগমন উপলক্ষে বিশ্বনাথ উপজেলার ৩ ন্ংঅলংকারী ইউনিয়নের জাপার ভারপ্রাপ্ত সভাপতি মো.জাকির আহমদের  অভিনন্দন। তিনি এক প্রেস বিজ্ঞপিতে এ অভিনন্দন জানান ও ওরস মোবারকে সর্বসাধরনকে উপস্থিত থাকার আহ্বনান জানান।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ