প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১
বিনোদন ডেস্ক:;গোপনে বিয়ে করে ফেললেন অঙ্কিতা লোখান্ডে? শুক্রবার অঙ্কিতার হবু বর ভিকি জৈনের ইনস্টাগ্রাম প্রোফাইলের দু’টি ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয়। ছবিতে দেখা যায় গোলাপি ও সোনালি পাড়ের হালকা সবুজ শাড়িতে সেজেছেন অঙ্কিতা। পাশে কুর্তা পাজামায় ছিমছাম সাজে ভিকি। দু’জনেরই মাথায় পরা মুণ্ডাভল্য, মারাঠি বিয়ের একটি সাবেকি গয়না। একমুখ হাসি নিয়ে ভিকির সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন অঙ্কিতা। ভিকির কোলে বসতে দেখা গিয়েছে তাকে। ছবি দেখে অনুরাগীদের একাংশের ধারণা হয়েছে, যুগল বোধ হয় বিয়ে করেই ফেলেছেন। তবে সে ধারণা ভুল আসলে। কারণ অঙ্কিতার পোস্ট থেকেই জানা গেল এখনো বিয়ে হয়নি তাদের। তবে শিগগিরই হবে। প্রাক বিয়ের রীতি অনুষ্ঠানেরই ছবি শেয়ার করেছেন অঙ্কিতা-ভিকি। পোস্টের কমেন্ট বক্সে অবশ্য শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে। দু’জনকে একসঙ্গে খুব ভালো মানিয়েছে, বক্তব্য নেটিজেনদের। তাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক, এমনটাই প্রার্থনা শুভাকাঙ্ক্ষীদের। জানা গেছে আগামী ১৪ই ডিসেম্বর চার হাত এক হবে যুগলের। চার বছরের প্রেমে এবার আইনি সিলমোহর পড়বে। মুম্বই শহরেই মোট তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দু’সপ্তাহ আগে থেকেই প্রাক-বিবাহের বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের একদা প্রেমিকা অঙ্কিতা এবং তার বর্তমান প্রেমিক ভিকি। এদিকে দিন কয়েক আগে নিজের বাড়িতে বান্ধবীদের সঙ্গে ‘ব্যাচেলরেট পার্টি’ (বিয়ের আগে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা)-তে মেতেছিলেন ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের ‘অর্চনা’। তার পরে ভিকি এবং অঙ্কিতাকে মুম্বইয়ের শহরে ঘুরে ঘুরে বিয়ের কার্ড বিতরণ করতে দেখা গিয়েছিল। সাংবাদিকদের মুখোমুখি হতেই তারা বলেছিলেন, বিয়ের মাস শুরু হলো তো সবেমাত্র।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech