এক মাসের বিশ্রামে

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১

এক মাসের বিশ্রামে

বিনোদন ডেস্ক::শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন তার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীও। গত শুক্রবার রাতে রাজারহাটে চলছিল শুটিং। আর সেটেই একটি দুর্ঘটনায় আঘাত পান তিনি। রাজারহাটে একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালীন একটি বেপরোয়া বাইক এসে ধাক্কা মারে তাকে। পায়ে এবং কোমরে চোট পান প্রিয়াঙ্কা। শনিবার অস্ত্রোপচার হওয়ার পর আপাতত সুস্থ রয়েছেন তিনি। তবে আগামী একমাস অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। শুটিংয়ের সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কাকে। বাইকের ধাক্কাতেই দু’জনে পড়ে যান মাঝ রাস্তায়। তখনই গুরুতর চোট পান টলি তারকা প্রিয়াঙ্কা। তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের পাশের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে প্রশ্ন উঠেছে নাইট কার্ফ্যু থাকা সত্ত্বেও এবং শুটিংয়ের অনুমতি রাত ১০টা অবধি পাওয়া সত্ত্বেও বেশি রাত অবধি শুটিং চলছিল কেন? প্রযোজনা সংস্থার তরফ থেকে সে বিষয়ে উত্তর পাওয়া যায়নি। এই ঘটনায় আটক করা হয়েছে বাইক আরোহীকে। শোনা যাচ্ছে ঐ বাইক আরোহী নাকি ঐ প্রযোজনা সংস্থারই কর্মী। আটক করে অভিযুক্তকে বারাসাত আদালতে পেশ করা হলে জামিন পান ঐ ব্যক্তি। রোববার প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে হাসপাতালে যান রাহুল বন্দ্যোপাধ্যায়। প্রিয়াঙ্কা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাদের ছেলে সহজ দাদু ও দিদার কাছেই আছে। আচমকা মায়ের দুর্ঘটনা ঘটায় অবাক ছোট্ট সহজ। আগামী বৃহস্পতিবার সহজের জন্মদিন। ঐ সময় শুটিংয়ে উত্তরবঙ্গে থাকার কথা ছিল প্রিয়াঙ্কার। সেখানেই পরিকল্পনা ছিল সহজের জন্মদিন উদযাপনের। কিন্তু দুর্ঘটনার কারণে আপাতত ভেস্তে গেছে সেই পরিকল্পনা। তবে বৃহস্পতিবারের আগেই বাড়ি ফিরতে চান অভিনেত্রী। জন্মদিনটা ছেলের সঙ্গেই কাটাতে চান প্রিয়াঙ্কা।

ডায়ালসিলেট এম/

0Shares