মুন্সীগঞ্জে আগুন: একে একে মারা গেলেন চারজনই

প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

মুন্সীগঞ্জে আগুন: একে একে মারা গেলেন চারজনই

ডায়ালসিলেট ডেস্ক::মুন্সীগঞ্জের মুক্তারপুর আগুনের ঘটনায় একে একে পুরো পরিবারের চারজন মারা গেলেন। প্রথমে দুই শিশু পরে স্বামী, সর্বশেষ স্ত্রীও চলে গেলেন।

মুন্সীগঞ্জের মোক্তারপুর এলাকার একটি ভবনের এর দ্বিতীয় তলায় গ্যাস লিকেজ থেকে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মোছাঃ শান্তা বেগম (২৮) নামের আরো একজনের মৃত্যু হয়েছে।এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো চার জনে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৮ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় মোছাঃ শান্তা বেগম(২৮) এর মৃত্যু হয়েছে। তার শরীরে ৪৮ শতাংশ দগ্ধ ছিল। এর আগে ছেলে মোঃ ইয়াসিন (৬) মেয়ে নুহু (৩) ও স্বামী মোঃ কাওছার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই নিয়ে পরিবারের চারজন মারা গেল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জের মোক্তারপুর থেকে একই পরিবারের শিশুসহ চারজন এসেছিল। শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মোছাঃ শান্তা বেগম(২৮) এর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সংখ্যা চার জন।।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ