শিবির নেতা ইনজামামুল হক সাঈদের বাড়িতে থেমে নেই পুলিশের তল্লাশি অভিযোগ পরিবারের

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

শিবির নেতা ইনজামামুল হক সাঈদের বাড়িতে থেমে নেই পুলিশের তল্লাশি অভিযোগ পরিবারের

ডায়ালসিলেট ডেস্ক ::সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়নেয়র আঞ্চলিক শাখার সাবেক শিবির নেতা রাজনৈতিক মামলার পলাতক আসামী ইনজামামুল হক সাঈদকে না পেয়ে তার বাড়িতে  একদল পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে।  গত ৬ ডিসেম্বর  সোমবার   রাত  ১২ টায় এ অভিযান চালানো হয়।এমন অভিযোগ করেছেন তার পরিবার। মামলার পর ও তারা থেমে থাকেনি।তারা প্রতিনিয়ত আমাদের হয়রানি করে যাচ্ছে বিভিন্ন সময়ে।  এমন অবস্থায় আমরা সব সময় নিরাপত্তাহীনতায়  ও আতংকের মধ্যে  দুর্বিসহ জীবনযাপন করে আসছি । ইনজামামুল হক সাঈদের বড় ভাই আজিজুল হক জানান,  ইনজামামুল হক সাঈদ সিলেট শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএ (অনার্স) এ অধ্যায়নরত ছিল। পুলিশের খুঁজাখুঁজির কারণে দেশে থাকা তার জন্য অনিরাপদ হয়ে যায়। তাই স্টুডেন্ট ভিসার মাধ্যমে গত ৩১ জানুয়ারি ২০২১ সে যুক্তরাজ্য চলে যায়। তারপরও পুলিশ  তাদের বাড়িতে তল্লাশির নামে কয়দিন পর পর হয়রানি করছে। তল্লাশির নামে হয়রানির প্রতিবাদ জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে তার পরিবার।

ডায়ালসিলেট এম /

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ