প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক::ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এর চপার দুর্ঘটনায় মৃত্যু রহস্য যেন ক্রমশ ঘনীভূত হচ্ছে। তদন্তে উঠে আসছে নানা চমকপ্রদ তথ্য। বিপিন রাওয়াত এর চপার যে আকাশপথে উড়েছিল সেই পথ ধরে কি কোনও রেকি হয়েছিল? ভারতীয় বিমান বাহিনী বলছে সালুর এয়ারবেস থেকে দুটি ছোট চপার এই যাত্রাপথের রেকি করেছিল। যেখানে বিপিন রাওয়াত এর ভাষণ দিতে যাওয়ার কথা ছিল সেই মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার বলছে, এই রকম কোনও রেকির কথা তাদের জানা নেই। সালুর এয়ারবেস থেকে কোনও চপার তাদের এয়ারস্ট্রিপ এ নামেনি। তাহলে প্রশ্ন উঠে- দুটি চপার কি শুধু পর্যবেক্ষণ বা রেকি করে মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারের এয়ারস্ট্রিপ এ না নেমেই ফিরে যায়? নিয়মমাফিক এই রেকি চপার এর এয়ারস্ট্রিপ এ নামা উচিত ছিল, ল্যান্ডিং ব্যবস্থা সঠিক কিনা তা দেখার জন্যে। তাহলে কি রাওয়াত এর যাত্রাপথে অদৌ কোনও রেকি হয়েছিল? ভারতীয় বিমান বাহিনীর এক অবসরপ্রাপ্ত অফিসার বলেন, কেবলমাত্র রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আকাশপথের রেকি করা হয়। তাঁরা কোনও পথে আকাশে চপার ব্যবহার করলে সফরের ঠিক আগে চারটি চপার পাঠিয়ে আবহাওয়া এবং অন্য ব্যবস্থা ত্রুটিমুক্ত আছে কিনা তা রেকির মাধ্যমে জেনে নেওয়া হয়। কিন্তু সেনাবাহিনীর কোনও অফিসার এর জন্যেই রেকি করা হয় না। বিপিন রাওয়াত এর যাত্রাপথের রেকি নিয়ে প্রশ্ন উঠে গেল এই পরস্পরবিরোধী তথ্যের ফলে।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech