প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন ‘দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২২-২৩) নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরীর ধোপাদীঘিরপাড়ে ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ নামে দুটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। এতে ২২টিতে পরিচালক পদে চার ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেন মোট ৪৪ জন।
এরমধ্যে অর্ডিনারি শ্রেণিতে ২৮ জন, অ্যাসোসিয়েট শ্রেণিতে ১২ জন, ট্রেড গ্রুপ শ্রেণিতে ৩ জন ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ১ প্রার্থী হন। এছাড়া স্বতন্ত্র ৪ জন প্রার্থী অংশ নেন।
ফলাফল অনুযায়ী অর্ডিনারি শ্রেণী থেকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের এসোসিয়েট থেকে ৪ জন হলেন তাহমিন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌ রাজিব, মুজিবুর রহমান মিন্ঠু, ও কাজী মুস্তাফিজুর রহমান। অর্ডিনারী থেকে ৩ জন বিজয়ী হন তারা হলেন ফালাহ উদ্দিন আলী আহমদ ৭১৩ ভোট , মুসফিক জায়গীরদার ৬৫৩ ভোট, ফখর উস সালেহীন নাহিয়ান ৭০৮ ভোট এবং ট্রেড গ্রুপ ও টাউনগ্রুপ থেকে মোট ৪ জনের কোন প্রতিদ্বন্দীতা না থাকায় প্রাথমিকভাবে নির্বাচিত হন তারা। এ ৪জন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলকে সমর্থন করেন।
অন্যদিকে সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে এসোসিয়েট থেকে ২জন হলেন জিয়াউল হক, হাজী সরোয়ার হোসেন ছেদু। অর্ডিনারী থেকে নির্বাচিতরা হলেন হুমায়ূন আহমদ ৯১১ ভোট, জহিরুল কবির চৌধুরী ৮৬৭, ফাহিম আহমদ চৌধুরী ৮৫৯, খন্দকার ইসরার আহমদ রকী (৭৯৬), আলীমুল এহছান চৌধুরী ৭৩২, মো. আব্দুস সামাদ ৬৮৮, দেবাংশু দাস মিঠু ৬৮৪, মো. নজরুল ইসলাম ৬৫৩, আব্দুর রহমান জামিল ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সর্বশেষ সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে মোট ১১জন এবং সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে ১১জন নির্বাচিত হয়েছেন। তবে প্রেসিডিয়াম গঠন করতে হবে যারা সর্ব্বোচ্চ প্রার্থী নির্বাচিত হবেন তাদের মধ্য থেকে সভাপতিসহ আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech