প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক;: গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ২ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ১৮১ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৪৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৭৩টি নমুনা সংগ্রহ এবং ২৫ হাজার ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে পুরুষ ২ জন এবং ১ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৩৭ জন এবং নারী ১০ হাজার ১০৪ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন রয়েছেন। মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন. খুলনা বিভাগে ১ জন রয়েছেন। মারা যাওয়া সকল ব্যক্তিই সরকারি হাসপতালে মারা গেছেন।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech