দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – কয়েস লোদী

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – কয়েস লোদী

 

ডায়ালসিলেট ডেস্ক :: সিসিক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র কয়েস লোদী বলেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। বীর শহীদদের রক্ত আর আত্মত্যাগ কখনও বৃথা যায় না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

তিনি আরো বলেন, আমি আমৃত্যু ঋণি হয়ে থাকবো এই এলাকার মানুষের কাছে। যাদের অপরীসিম ভালবাসায় আমি ৪ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছি। শরীরে এক ফুটো রক্তবিন্দু থাকতেও আমি আপনাদের সেবা করে যাবো।

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নগরীর মজুমদারীতে মজুমদারী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বৃহওর মজুমদারি পঞ্চায়েত কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক ও মজুমদারি যুব কল্যান পরিষদের প্রতিষ্ঠিতা সভাপতি বজলুর রহমান বাবুলের সভাপতিত্বে ও মজুমদারি যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শামীম মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহওর মজুমদারি পঞ্চায়ত কমিটির সভাপতি মোস্তফা কামাল, সহ সভাপতি ফয়েজ খাঁন পিয়ারা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপদেষ্টা কামাল উদ্দিন চৌধুরী, পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আলী, শিক্ষা ও সমাজ সেবা সম্পাদক শাহ জুবের আহমেদ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন এ.এফ.এম সালেহ নাহিদ, মুহিবুর রহমান মুন্না, আলমগীর হোসেন, জাসিম বখত মজুমদার,চৌধুরী নূর তামাম, মো: রাসেল আহমেদ, মো: রিয়াজ উদ্দিন, মো: আনিসুর রহমান আনিস, মাহবুবুর রহমান মাহবুব, মো: সাইফুর রহমান ইমন প্রমুখ।

 

অনুষ্ঠানে মজুমদারী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিসিক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র কয়েস লোদী সহ অতিথিবৃৃন্দ।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ