ঢাকা ছাড়লেন রামনাথ কোবিন্দ

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১

ঢাকা ছাড়লেন রামনাথ কোবিন্দ

ডায়ালসিলেট ডেস্ক::তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। আজ শুক্রবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রামনাথ কোবিন্দকে বিদায় জানান। শুক্রবার সকালে তিনি স্ত্রী ও কন্যাসহ ঢাকার রমনায় কালী মন্দিরের সংস্কার করা অংশের উদ্বোধন করেন এবং প্রার্থনায় অংশ নেন। বিজয়ের শতবর্ষ, মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রেসিডেন্টের আমন্ত্রণে বুধবার ঢাকা সফরে আসেন ভারতের প্রেসিডেন্ট। বিমানবন্দরে নেমেই সেখান থেকে হেলিকপ্টার করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভারতের প্রেসিডেন্ট। সাভার থেকে ফিরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি। সফরের প্রথম দিন বিকালে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশভোজে অংশ নেন। পরের দিন বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ।।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ