প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: বাংলাদেশ পুলিশ বেস বল, থ্রোবল, পেসা পালু, ডিউ বল (পুরুষ-নারী) চ্যাম্পিয়নশীপ ২০২১ইং খেলায় এসএমপি পুরুষ ও নারী দল বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ীদের মাঝে সাফল্যে শুভেচ্ছা জানান এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
বৃহস্পতিবার বিভিন্ন ইভেন্টে বিজয়ী নারী ও পুরুষ পুলিশ সদস্যদের সাথে এসএমপি হেডকোর্য়াটার্সে তাদের সাফল্যে শুভেচ্ছা জানানো হয়।
এতে বেস বল (নারী) ২য় স্থানে রানার আপ, পেসা পালু (পুরুষ) ৩য় স্থান, ফুট ভলি (নারী) ৩য় স্থান এবং পেসা পালু (নারী) ৩য় স্থান অর্জনকারীদের অভিনন্দন জানান নেতৃবৃন্দরা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ কামরুল আমীন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রেনিং এন্ড র্স্পোটস) এহসান উদ্দিন চৌধুরী পিপিএম।
Editor & Publisher: Sohel Ahmed
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech