প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২
ডায়ালসিলেট ডেস্ক ::আসন্ন ইউপি নির্বাচনে বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন রবিবার (২ জানুয়ারি) দুপুর ২টায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে।মনোনয়ন পত্র জমাকালে উপস্থিত ছিলেন, মো. লিলু মিয়া, মো. মাহিম হাসান, মকবুল হোসেন, হান্নান মিয়া, মক্তার আলী, সাফিজ আলী, মনির মিয়া, আব্দুল আলী, ধনু মিয়া, ফয়েজ আহমদ উকিল, নজরুল মিয়া, শহিদ মিয়া, চেরাগ আলী, ফয়সল মিয়া, রাসেল, ফয়জুল হক মিয়া, ওয়ারিছ আলী, শোয়েব মিয়া প্রমুখ।
মনোনয়ন পত্র জমা দিয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় প্রাঙ্গণে সমর্থকদের উদ্দেশ্যে মো. জয়নাল আবেদীন বলেন, মেম্বার হিসাবে নয়, আপনাদের সেবক হিসেবে বিগত দিন কাজ করেছি।আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে প্রার্থী হয়েছি। আসন্ন বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আমি আশাবাদী অতীতের সকল কার্যক্রমকে মূল্যায়ন করে আপনারা আমাকে সহযোগিতা ও দোয়া এবং ভোট দিয়ে বিজয়ী করবেন।
Editor & Publisher: Sohel Ahmed
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech