প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২
শাল্লা প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাইয়ে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত কৃষকেরা হলেন ধীতপুর গ্রামের তেজিন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস (৫৫) এবং একই গ্রামের কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাস (২৫)।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
স্থানীয়রা জানান, নিহত দুই কৃষক গতকাল তাঁদের পঞ্চায়েতের উঠানে ধান শুকানোর কাজ করছিলেন। সন্ধ্যার দিকে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তাঁরা।
এ বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, বজ্রপাতে নিহত দুই কৃষকের স্বজনেরা মরদেহের সৎকার সম্পন্ন করেছেন।
কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ একরাম হোসেন ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech