গান, কবিতা ও নৃত্যে সিলেটে বর্ষাকে বরণ

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২২

গান, কবিতা ও নৃত্যে সিলেটে বর্ষাকে বরণ

ডায়াল সিলেট রিপোর্ট :: ঋতুচক্রের আবর্তনে শুরু হলো বর্ষাকাল। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষা আসে শান্তির পসরা নিয়ে। বৃষ্টির অবিরল ধারা জুড়িয়ে দেয় বাঙালির মনপ্রাণ। মাটি সিক্ত হয়, প্রকৃতিতে জাগে সবুজের হিল্লোল। কোমল বরিষণ যেন মানুষের মনের মাটিতেও আচঁড় কাটে এবং নতুন ভাবের জন্ম দেয়। ঠিক এই সময় গান, কবিতা ও নৃত্যে বর্ষা ঋতুকে বরণ করলো সিলেট জেলা শিল্পকলা একাডেমি।
নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে বুধবার বিকাল ৫ টায় বর্ষাবরণ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি এডহক কমিটির সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নূসরাত লায়লা নীরা, বিশিষ্ট সংগীতশিল্পী বিপ্রদাস ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক পূর্ণিমা দত্ত রায়, জ্যোতি ভট্টাচার্য্য, অরুণ কান্তি তালুকদার, পান্না দাস, প্রতীক এন্দ, শিনিয়া সাহা ঝুমা, প্রতিভা রায় কেয়া প্রমুখ।
শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী নাফিসা তানজীনের উপস্থাপনায় বর্ষা ঋতুকে নিয়ে রচিত গান, কবিতা ও নৃত্যের সমন্বয়ে পরিবেশিত সাংস্কৃতিক আয়োজনটি উপস্থিত সকল দর্শকদের মন কাড়ে।

0Shares