আন্তর্জাতিক ডেস্ক :: মজুরি নিয়ে প্রতিবাদ করা অভিবাসী শ্রমিকদের ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।
গত ১৪ আগস্ট আল বান্দরি ইন্টারন্যাশনাল গ্রুপের দোহা অফিসের বাইরে অন্তত ৬০ জন কর্মী সমাবেশ করেছিলেন। তাঁদের কয়েকজনকে সাত মাস ধরে বেতন দেওয়া হয়নি বলে জানা গেছে। সেখানে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।
কয়েকজনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ঠিক কতজন তা জানা যায়নি।
শ্রম অধিকার বিশেষজ্ঞ মানবাধিকার সংস্থা ইকুইডেমের মোস্তফা কাদেরি বলেন, প্রতিবাদকারীদের মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, মিসর ও ফিলিপাইনের শ্রমিকরা ছিলেন।
কাতার সরকার বলছে, যাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে তাঁরা ‘নিরাপত্তা আইন লঙ্ঘন’ করেছেন।
কর্তৃপক্ষ বলেছে, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিলম্বিত বেতন ও সুবিধা প্রদান করা হবে। আরো জানানো হয়, কর্মীদের বেতন না দেওয়ায় আল বান্দরি গ্রুপের বিষয়টি তদন্তাধীন ছিল। অর্থ প্রদান নিষ্পত্তির সময়সীমা অতিক্রম করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২০১০ সালে কাতারে ফুটবল বিশ্বকাপের আয়োজনের ঘোষণার পর দেশটিতে স্টেডিয়ামসহ অবকাঠামো নির্মাণে প্রচুর বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তবে সেখানে শ্রম আইন লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে।
আল বান্দরি ইন্টারন্যাশনাল গ্রুপ প্রধানত একটি নির্মাণ ও প্রকৌশল কম্পানি। বিশ্বকাপের বিভিন্ন অবকাঠামো নির্মাণে এই প্রতিষ্ঠান কাজ করেছে। তবে ওই শ্রমিকদের কেউ বিশ্বকাপ প্রস্তুতির সঙ্গে যুক্ত কি না, তা জানা যায়নি।
-সূত্র : বিবিসি
