এশিয়া কাপ থেকে বাদ বাংলাদেশ, সেমিতে থাইল্যান্ড

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

এশিয়া কাপ থেকে বাদ বাংলাদেশ, সেমিতে থাইল্যান্ড

স্পোর্টস ডেস্ক :: সকাল থেকে ভারী বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারল না সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন দুই আম্পায়ার।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কপাল পুড়েছে বাংলাদেশের মেয়েদের। সেমিফাইনালের আগে তাই এশিয়া কাপে যাত্রা থেমে গেল বর্তমান চ্যাম্পিয়নদের। বাংলাদেশকে টপকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন থাইল্যান্ডের মেয়েরা।
পাঁচ ম্যাচে দুই জয়ে বাংলাদেশের মেয়েদের পয়েন্ট ৫। এক ম্যাচ বেশি জিতে ৬ পয়েন্ট থাইল্যান্ডের। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নির্ধারিত হয়ে গেল এশিয়া কাপের চার সেমিফাইনালিস্ট। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার পর শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছেন থাইল্যান্ডের মেয়েরা।

0Shares