সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ৪:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী শাসনের যাতাকলে পড়ে দেশ ক্রমশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। দুর্নীতি আর লুটপাটের কারণে দেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের কারণে দেশের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে। বিএনপির নেতৃত্বে শীঘ্রই আওয়ামী সরকারের বিদায় ঘন্টা বাজবে। এক্ষেত্রে তৃণমূল বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সোমবার বিকেলে নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট মহানগরের ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবুল হোসেন হেনার সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান দীপুর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, মহানগর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের টীম প্রধান এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের টীম সদস্য এবং মহানগর আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া ও আমির হোসেন, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী।
বিএনপি নেতা শাহীন আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছানাউল হক ছানা।
কাউন্সিলে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুস সবুর, ১১নং ওয়ার্ড সভাপতি শেখ কবির আহমদ, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত জাকির চৌধুরী, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু আহমদ আনসারী, সদ্য সাবেক ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মানিক মিয়া, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক সদ্য খসরুজ্জামান খসরু, এডভোকেট আক্তার বক্ত জাহাঙ্গীর।
কাউন্সিলে মিছিল সহকারে যোগদান করেন স্বেচ্ছাসেবক দলের মহানগর সদস্য সচিব আফসর খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, মাহবুব আহমদ, সৈয়দ আমির আলী ও আজিজ খান সজিব।
সম্মেলনে কাউন্সিলরদের ভোটে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে আমির হোসেন, সাধারণ সম্পাদক পদে রুবেল বক্স ও সাংগঠনিক সম্পাদক সয়ফুল আলম নির্বাচিত হন।

0Shares