প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২
স্পোর্টস ডেস্ক :: অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাঙ্গালির আধিক্য বেশি। পর দেশে তাই বলে কিছুটা ঘরের স্বাদ পাবে প্রথমবারের মতো ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলতে নামা সাকিব আল হাসানের দল। ম্যাচের অনেক আগেই বিক্রি হয়ে গেছে টিকিট। সামনে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। সাকিবরা ভালো করেই জানেন এটি হতে যাচ্ছে তাদের জন্য কঠিন পরীক্ষা। সব ভুলে তবে বাংলাদেশ চায় উপভোগ করতে।
বাংলাদেশ অধিনায়ক নিজেও সেটি জানেন ও বুঝেন। তাইতো বলেছেন, ‘দুই দলের জন্যই খুব গুরত্বপূর্ণ ম্যাচ। আমরা খেলাটা কতটা উপভোগ করছি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বেশ বড় একটা মাঠ থাকবে, সিডনিতে সবচেয়ে বেশি বাংলাদেশি, তাদের সমর্থন কাজে লাগিয়ে আমরা কীভাবে আরও ভালো পারফর্ম করতে পারি সেটা গুরুত্বপূর্ণ।’
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। স্থানীয় সময় এটি দিবারাত্রির ম্যাচ। চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচ এই মাঠে হয়েছে। স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে নিউ জিল্যান্ড।
এই মাঠে আগে ব্যাটিং করা দলের গড় রান ১৬৪। ১৩ ম্যাচের মধ্যে আগে ব্যাটিং করা দল জিতেছে ৭ বার। নিউ জিল্যান্ডও আগে ব্যাটিং করে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে। বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট অবশ্য আগে ব্যাটিং কিংবা পরে ব্যাটিং এসব নিয়ে ভাবছে না।
অধিনায়ক সাকিব জানিয়েছেন, যেটাই হোক না কেন তারা সব বিভাগেই সেরাটা দিতে চান। কম্বিনেশনও সাজানো হবে কন্ডিশন দেখে। প্রথম ম্যাচে বাংলাদেশ চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলেছে। বাকি ওভার করেছেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনরা।
সাকিব বলেন, ‘আমরা প্রেডিক্টেবল হতে চাই না। আমরা প্রতিপক্ষ, কন্ডিশন দেখে সিদ্ধান্ত নিব। এভাবে আমরা বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করেছি। ডাইমেশন ভিন্ন, উইন ফ্যাক্টর ভিন্ন, আবহাওয়া ভিন্ন। এসব চিন্তা করেই আমরা পরিকল্পনা করছি। আমাদের বিপক্ষে যেন না যায়, সেজন্য নিজেদের খোলামেলা রাখছি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ এর আগে ৭টি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে। গত বিশ্বকাপেও অসহায় আত্মসমর্পণ করেছে। তাদের পেস আক্রমণ হতে পারে বাংলাদেশের টপ অর্ডারদের জন্য বড় পরীক্ষা।
‘আমরা দক্ষিণ আফ্রিকার পেসারদের বিরুদ্ধে সম্প্রতি খেলেছি, যদিও ওয়ানডে। আইসিসি ইভেন্টেও যখন খেলেছি, আমরা জানি ওরা আমাদের কীভাবে আক্রমণ করতে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রেই সফল ছিলাম। সব ব্যাটসম্যান জানে কী করতে হবে’ -এভাবেই বলছিলেন সাকিব।
সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে হলে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতেই হবে। নাহয় যেতে হবে পিছিয়ে। বাংলাদেশ জয়ের জন্যই লড়তে নামবে প্রোটিয়াদের বিপক্ষে।
এদিকে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি যেন হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশকে। ‘আমরা নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি। বিশ্বকাপে যে কয়টা ম্যাচ দেখেছি, পেসাররাই বেশি সফল ছিল। আমরাও নিজেদের শক্তির জায়গা ধরেই সামনে এগিয়ে যাব। বাংলাদেশের কথা বললে অবশ্যই আমরা নিজেদের শক্তির জায়গা দিয়েই আক্রমণ করব, সেটি হলো পেস। তারা কীভাবে সামাল দেয়, তা আগামীকাল (আজ) দেখব।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech