নবনির্বাচিত নেতৃবৃন্দকে তিন সংগঠনের শুভেচ্ছা

প্রকাশিত: ৩:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৩

নবনির্বাচিত নেতৃবৃন্দকে তিন সংগঠনের শুভেচ্ছা
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি।

সিলেট জেলা প্রেসক্লাব

ডায়াল সিলেট ডেস্ক:: সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতি ও এয়ার লাইন ক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি : রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান রানওয়ে ম্যানিয়াক এর চেয়ারম্যান এইচি ডি ইমন ও মডেল অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জয়ন্ত কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, নবনির্বাচিত দপ্তর সম্পাদক আব্দুল আহাদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য রণজিৎ কুমার সিংহ।

সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতি : ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা কল্লোল জ্যোতি বিশ্বাস, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী, সহ-সভাপতি শাহীন আহমেদ, যুগ্ম-সম্পাদক সাগর আহমেদ, অর্থ সম্পাদক পিকুল হোসেন, ধর্ম সম্পাদক রইছ আলী, সমাজসেবা সম্পাদক মিলাদ আহমেদ ও সদস্য কার্তিক পাল।

এয়ার লাইন ক্লাব : সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এয়ার লাইন ক্লাব অফ ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের পূর্ব জিন্দাবাজার বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন, এয়ার লাইন ক্লাব অফ ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, সাধারণ সম্পাদক মোরশেদ ফখরুল চৌধুরী, সাবেক সহসভাপতি রাগিব রহমান, সহ-সভাপতি সাদিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ তৌসিফ ইসমাইল, সংস্কৃতি সম্পাদক বোরহান বাহার চৌধুরী, সদস্য হিফজুর রহমান চৌধুরী ও অজয় দত্ত।
এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, নবনির্বাচিত দপ্তর সম্পাদক আব্দুল আহাদ এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য রণজিৎ কুমার সিংহ।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ