প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩
হংকংকে এক হালি গোল দিয়ে এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ যুব হকি দল। শনিবার দ্বিতীয় ম্যাচে আরো বড় জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
ওমানের মাসকাটে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ১৪-০ গোলে। আমিরুল ইসলাম একাই করেছেন ৬ গোল। তিন গোল করেছেন মো. হাসান। দুটি করে গোল করেছেন মোহাম্মদ জয় ও মো. হোসেন। অন্য গোলটি মো. আলীর।
বাংলাদেশ প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এবং প্রথমার্ধে ৮-০ গোলে এগিয়েছিল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ যোগ করে আরো ৫ গোল। তবে চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশ একটি গোল দিলে জয়ের ব্যবধান দাঁড়ায় ১৪-০।
বাংলাদেশ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে সোমবার উজবেকিস্তানের বিপক্ষে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech