রাজনগরে ২৭০ পিছ ইয়াবাসহ নারী আটক

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

রাজনগরে ২৭০ পিছ ইয়াবাসহ নারী আটক

মনজু বিজয় চৌধুরী :: মধ্যরাতে রাজনগর থানাধীন পৈতুরা এলাকা থেকে ২৭০ পিছ ইয়াবাসহ কুলসুম বেগম (৪০) নামে একজনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

৯ জানুয়ারি রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান,  রাত অনুমান ২টার সময় আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা মজুদ রয়েছে।

পরে এসআই সুলেমান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব আলি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ কুলসুম বেগম নামে এক নারীকে আটক করে।

পরে আটককৃত কুলসুমের দেখানো মতে তার বসতঘরে তল্লাশি করে ২৭০ পিছ গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

আটককৃত কুলসুম এবং পলাতক তঞ্জব আলিকে আসামি করে রাজনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত কুলসুম বেগমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, পলাতক আসামি তঞ্জব আলিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

0Shares