প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩
সিলেটের দক্ষিণ সুরমা বাইপাসে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় বাইপাস সড়কের গালিমপুর রাস্তার ত্রিমুখে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশাচালক তাহের মিয়া (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের চান মিয়ার ছেলে। আর অটোরিকশা যাত্রীর আব্দুল লতিফ (৪২) সিলেটের বালাগঞ্জ উপজেলার কাইস্তঘাট গ্রামের ফিরোজ আলীর ছেলে।
এদিকে, ঘটনার পর পুলিশ পিকআপ চালককে ছেড়ে দিলে অটোরিকশা শ্রমিকরা দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত সড়ক অবরোধ করে। পরে পুলিশ পিকআপ চালককে আটকের আশ্বাস দিলে প্রায় দেড়ঘণ্টা শ্রমিকরা অবরোধ তুলে নেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, বেলা ১১টায় বাইপাস সড়কে পিকআপ ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক এবং যাত্রীরা গুরুতর আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টায় অটোরিকশাচালক তাহের মারা যান। এর কিছু পর অটো যাত্রী লতিফেরও মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech