কমলগঞ্জে ছুরিকাঘাতে আহত চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর বেলাল মিয়া মৃত্যু

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

কমলগঞ্জে ছুরিকাঘাতে আহত চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর বেলাল মিয়া মৃত্যু

ডায়াল সিলেট ডেস্ক     কমলগঞ্জে ব্যবসায়ী অংশীদারের টাকা লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় থাকার তিন দিন পর ছোট ভাই বেলাল মিয়া মারা গেছেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, রোববার ২২ জানুয়ারি সন্ধ্যায় শাহিন মিয়া আদমপুরস্থ হাজী মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ী পার্টনার বেলালকে ডাকেন। পাওনা টাকা আনতে বড় ভাই মন্নান মিয়াকে সঙ্গে নিয়ে সেখানে যান বেলাল। টাকা লেনদেন নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে শাহিন মিয়া বেলালকে ছুরিকাঘাত করেন। তাকে রক্ষা করতে বড় ভাই মন্নান এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে শাহিন। এতে বেলাল মিয়া ও তার বড় ভাই মন্নান গুরুতর আহত হলে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন ছিলেন দুই ভাই।
বুধবার ২৫ জানুয়ারি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহত বেলাল উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আমির মিয়ার ছেলে।
এ ঘটনার পরপরই শাহীন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। ঘটনার দিন রাতেই আহত বেলালের বাবা বাদি হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,থানায় মামলা দায়েরের পর শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারা পাঠানো হয়েছে।


0Shares