প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আজ বুধবার বেলা আড়াইটায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে আম্বারখানা পয়েন্টে গিয়ে শেষ হবে।
উক্ত কর্মসূচিতে সিলেট জেলা ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, সকল উপজেলা, পৌর ও মহানগরীর ওয়ার্ড সমূহের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech