প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক ॥ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা সংগঠনসমূহের জোট ‘কাউকে বাদ দিয়ে নয়’ (এলএনওবি) জোটের বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন উপাধ্যক্ষ জালাল উদ্দীন রুমি সভাপতি, সিলেট জজকোট এর সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির কার্যনিবাহী সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সোমবার সিলেটের মিরাবাজারস্থ হোটেল সুপ্রীমে মানবাধিকার ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক দুইদিন ব্যাপী সিলেট বিভাগীয় প্রশিক্ষণ শেষে কমিটির নাম ঘোষণা করেন সাবজেষ্ট কমিটির সিনিয়র সদস্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খাদিমনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিনা আক্তার ও সিলেট প্রেসক্লাবের সদস্য খালেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, কোষাধ্যক্ষ বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক হিজরা যুব কল্যাণ সংস্থার সভাপতি সুক্তা, প্রচার সম্পাদক জৈন্তাপুর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল (হবিগঞ্জ), আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু (মৌলভীবাজার), সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন ইসলাম হালিমা, আতাউর রহমান শামীম (সিলেট), শেখ নুরুল ইসলাম খালেদ (সিলেট), এমডি আব্দুল মাহিদ (মৌলভীবাজার) ও চাঁদের আলো সামাজিক সংগঠনের সভাপতি মাইশা হিজরা সাধারণ সদস্য (হবিগঞ্জ)।
সাধারণ সদস্য জুয়েল আহমেদ, মহিবুর রহমান, মোতাহের হোসেন বিল্লাহ, চা-শ্রমিক নেতা রাজু গোয়ালা, ব্যাংকার সৈয়দ ইস্তাদুল পাবেল, এমডি মঈনুদ্দিন, সাংবাদিক সুবর্ণা হামিদ ও হ্যাপী দে।
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech